ইরাবতীর চুপকথা নাটকের বিস্তারিত জেনে নিন। নায়ক নাইকা ডিরেক্টর অভীনেত্রী সবকিছু বিস্তারিত। Irabotir Chupkatha
ইরাবতীর চুপকথা:
ইরাবতির চুপকথা 27 শে আগস্ট 2018 তে প্রকাশ হবে এবং আসন্ন ভারতীয় টেলিভিশন টেলিভিশন স্টার জালসাতে প্রচার হবে। শোটি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট্স প্রাইটি লিমিটেড দ্বারা নির্মীত হয় এবং এটিতে মণি ঘোষ এবং সাইড আরেফিনের প্রধান ভূমিকা পালন করবে। শো এর টেইলর 31 জুলাই 2018 তারিখে মুক্তি পায়। অনুষ্ঠানটি 27 শে আগস্ট 2018 তারিখে প্রথম প্রচার হবে, দীর্ঘ চলমান এবং জনপ্রিয় প্রদর্শনী কুসুম দোলার পরিবর্তে প্রচার হবে।
ইরাবতীর চুপকথার ঘটনাবলী:
অনুষ্ঠানটি ইরাবতি মিত্রের , তিনি একজন পেশাদার কর্মী। তিনি তার পরিবারের সদস্যদের ভালবাসেন এবং সর্বদা অন্যের কল্যাণের ব্যাপারে চিন্তা করেন। কিন্তু 32-বছর-বয়সী ইরাবতী এখনো অবিবাহিত। সে তার প্রকৃত প্রেম খুঁজে পায় কি না, সেই নিয়েই গল্প শুরু।
video collected from Star Jalsha Youtube Channel
ইরাবতীর চুপকথায় প্রধান চরিত্র:
ইরাবতি মিত্র প্রধান নাইকা । আসল নাম মোনামি ঘোষ।
আকাশ চ্যাটার্জী প্রধান নায়ক । আসল নাম সৈয়দ আরেফিন।
আকাশ চ্যাটার্জী প্রধান নায়ক । আসল নাম সৈয়দ আরেফিন।
ইব্রতীর ভাই হিসেবে সুভাষিত দত্ত।
ইরাবতির ছোট ভাই হিসাবে কৌশিক মুখার্জী।
ইরাবতীর চুপকথা নাটকের ধরন:
সোয়াপ অপেরা।প্রতিশোধ নাটক।রোমান্স।অপরাধ।ইরাবতীর চুপকথা নির্মান করেছেন:
অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট্স প্রাইভেটস লিমিটেড।
বাবু বানিক দ্বারা পরিচালিত।
ক্রিয়েটিভ ডিরেক্টর - সতীকি ও বিবেক দাশগুপ্ত।
এসভিএফ বিনোদন দ্বারা উপস্থাপিত।
মণি ঘোষের ও সৈয়দ আরেফিন - অভিনয়।
উজ্জয়ী মুখোপাধ্যায়ের ও সুভাম মোয়তার -বক্তব্যে
সঙ্গীত সুরকার - উজ্জয়িনী মুখোপাধ্যায়।
সুরকার - ইন্দ্র (বাবান)।
ভারতের থেকে সম্প্রচারিত।
মূল ভাষা - বাংলা।
Thanks For Visit. Follow Us By Email Follow

No comments